মালয়েশিয়া আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) কুয়ালালামপুরে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় কেক কেটে বঙ্গবন্ধুর ১০০ তম জম্মদিন পালন করা হয়।
সভায় অহিদুর রহমান অহি এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শওকত হোসেন পান্না, আলহাজ্ব কামরুজ্জামান কামাল, কাইয়ুম সরকার, আবদুল হামিদ হাকারিয়া,দাতো আক্তার হোসেন, এ কামাল চৌধুরী, মনিরুজ্জামান মনির, হুমায়ুন কবির, জালাল উদ্দীন সেলিম সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী সহ প্রবাসী বাংলাদেশীরা।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।