লন্ডনে লকডাউনবিরোধী মিছিল থেকে ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার, পুলিশের ওপর হামলার অভিযোগে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়, লকডাউন বিরোধী স্লোগান দিতে দিতে শহরের কেন্দ্রীয় এলাকার দিকে যাত্রা শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে তাদের ওপর হামলার পাশাপাশি বিস্ফোরক ও দাহ্য পদার্থও ছুঁড়ে মারা হয়। এর জের ধরেই ৩৬ জনকে গ্রেফতার করা হয়।
ব্রিটেনে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ার পর থেকে সংক্রমণ বিপজ্জনক হারে বাড়তে থাকায়, লন্ডন ও তার আশপাশের এলাকায় লকডাউনসহ করোনা বিধিনিষেধ কঠোর করে যুক্তরাজ্য সরকার।