তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আবারো ক্ষমতাসীন দল একে পার্টির প্রধান নির্বাচিত হয়েছেন।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ খবর জানা যায়। বুধবার, রাজধানীর আঙ্কারায় দলীয় কংগ্রেসে সর্বসম্মতিভাবে তাকে পরবর্তী নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
দলের সপ্তম গ্র্যান্ড কংগ্রেসে সপ্তমবারের মতো পার্টি চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। এক হাজার ৪৩১টি ব্যালটের মধ্যে এরদোয়ান এক হাজার ৪২৮টি ভোট পেয়েছেন।
বাকি তিনটি ব্যালট নষ্ট ছিল। নির্বাচিত হয়ে এরদোয়ান, নিজেকে দলীয় প্রধান হিসেবে যোগ্য মনে করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান। পরে তিনি, দেশ, জাতি ও দলের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।