ইরান ও চীনের মধ্যে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তিতে সই হয়েছে। দিুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চুক্তিতে দ্বিপাক্ষিক বাণিজ্য আগামী এক দশকের মধ্যে দশগুণ বাড়িয়ে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে দুই দেশ। চুক্তি সম্পর্কে বিস্তারিত কিছু এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
তবে আশা করা হচ্ছে, এটি একটি কার্যকর ‘কৌশলগত চুক্তি’ যার মধ্যে রয়েছে, জ্বালানি ও অবকাঠাকামো খাতসহ ইরানের প্রধান খাতগুলোতে চীনের বিনিয়োগ ব্যাপকমাত্রায় বৃদ্ধি এবং সামরিক সহযোগিতা বৃদ্ধি। এই চুক্তিটি ইরানকে চীনের বেল্ট এবং রোড ইনিশিয়েটিভের মধ্যে নিয়ে আসবে।