মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে চলা বিক্ষোভে সশস্ত্র বাহিনীর গুলিতে অন্তত ৪৩ শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার মানবাধিকার সংগঠন সেইভ দ্য চিলড্রেন এ তথ্য জানায়। এতে সবচেয়ে কম বয়সী সাত বছরের এক শিশু নিহতের কথাও জানানো হয়।
দেশটির জান্তা সরকারকে সতর্ক করে দিয়ে সেভ দ্য চিলড্রেন জানায়, বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘাত চলাকালে বিপুল সংখ্যক শিশু আহত হচ্ছে। এদের মধ্যে এক বছরের এক শিশুর চোখে রাবার বুলেট আঘাত হেনেছিল।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এ সহিংসতার কারণে শিশুরা ভয়, উদ্বেগ ও চাপ অনুভব করায় তাদের মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব পড়ছে। এ সময় মিয়ানমারকে শিশুদের জন্য অনিরাপদ জায়গা হিসেবে ঘোষণা করা হয়।