ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি করোনা হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় দগ্ধ হয়েছেন আর ২ জন। যাদের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের পর হাসপাতালটি খালি করা হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন ২৭ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি। নাগপুরের ওই হাসপাতালটিতে ৩০টি শয্যা রয়েছে; যার মধ্যে ১৫টি আইসিইউ বেড ছিল।
নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, এসি বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করছে। এর আগেও দেশটিতে বেশ কয়েকটি করোনা হাসপাতালে আগুন লেগে হতাহতের ঘটনা ঘটে।