ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।
দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভোগার পর ৯৯ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ গতকাল মারা যান। তার মৃত্যুতে ব্রিটিশ রাজপরিবারের পাশাপাশি যুক্তরাজ্যসহ বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে আসে।
ফিলিপের মৃতুত্যে শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কানাডা, স্পেন, মেক্সিকোসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।
এসব শোকবার্তায় বিশ্বনেতারা ফিলিপের বর্ণাঢ্য জীবনের কথা স্মরণ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এদিকে, যুক্তরাজ্যের সেন্ট জর্জ চ্যাপেলে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার কথা জানানো হয়েছে বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে।