ব্যাপক সহিংসতার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের চতুর্থ দফায় ভোটগ্রহণ চলছে। সকাল ৭টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
রাজ্যের ২৯৪ আসনের মধ্যে এ দফায় ভোট হচ্ছে ৫ জেলার ৪৪টি আসনে। এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের ৩৭৩ জন প্রার্থী।
এদিকে, আজ চতুর্থ দফার ভোটগ্রহণে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। কোচ বিহারে বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। জেলার শীতলকুচির জোড়পাটকির ১২৬ নম্বর বুথের বাইরে প্রতিদ্বন্দ্বি দুই দলের সমর্থক ও কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের সবাইকে নিজেদের কর্মী বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
৮ দফার এ ভোটের ফলাফল আগামী দোসরা মে ঘোষণা করা হবে।