ইন্দোনেশিয়ায় নিখোঁজ নৌবাহিনীর সাবমেরিনটিতে থাকা ৫৩ নাবিকের সবাইকেই মৃত ঘোষণা করা হয়েছে।
ইন্দোনেশিয়ার সামরিক ও নৌবাহিনীর কর্মকর্তারা রোববার এ তথ্য নিশ্চিত করেন। এরইমধ্যে মারা যাওয়া নাবিকদের স্বজনদের সমবেদনা জানিয়েছেন, দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।
জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ নামে সাবমেরিনটি বুধবার সকালে, বালি উপকূল থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে নিখোঁজ হয়। সিঙ্গাপুরের পাঠানো একটি উদ্ধারকারী যান পানির ২ হাজার ৬০০ ফুট নিচে নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষের ছবি তুলতে সক্ষম হয়। পরে সাবমেরিনটি তিন টুকরো অবস্থায় বালি দ্বীপের সমুদ্রের তলায় পাওয়া যায়। জাহাজের পাটাতন, সামনের অংশ এবং মূল অংশ সবকিছুই টুকরো হয়ে যায় বলে জানায় দেশটির নৌবাহিনী।