থাইল্যান্ড সীমান্তবর্তী এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর একটি ঘাঁটি দখলে নিয়েছে বিদ্রোহীরা।
সকালে, পূর্বাঞ্চলীয় ওই ঘাঁটি দখলে নেয় বলে জানিয়েছে বিদ্রোহীদের এক কর্মকর্তা।
সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীরা, গত পহেলা ফেব্রুয়ারি থেকে সারাদেশে ব্যাপক বিক্ষোভ শুরু করে। কয়েক দশক ধরে স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র লড়াই চালিয়ে আসা বিদ্রোহীরাও তাদের সমর্থন দেয়। বিদ্রোহীদের মধ্যে অন্যতম ‘কারেন ন্যাশনাল ইউনিয়ন’ গত কয়েক সপ্তাহ মিয়ানমারের পূর্বাঞ্চলীয় সীমান্তে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের পর থেকে এটি সবচেয়ে তীব্র লড়াইগুলোর মধ্যে একটি।
এদিকে, মিয়ানমারের পাল্টা হামলার আশঙ্কায় স্থানীয়রা বাড়িঘর ছেড়ে অন্য শহরে ছুটতে শুরু করেছে।