চলতি বছর করোনা মহামারি আরও প্রাণঘাতী হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস এমন আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি, প্রথম বছরের তুলনায় দ্বিতীয় বছরে করোনা অনেক বেশি প্রাণঘাতী হতে চলেছে।
শনিবার (১৫ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, আগামী জুলাই মাসে জাপানের টোকিয়োতে অলিম্পিকের আসর বসার কথা। তার আগে ভারতসহ বিভিন্ন দেশে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আঘাত চিন্তায় ফেলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। এ পরিস্থিতিতে প্রত্যেক দেশকে সতর্কতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
চলতি সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনাভাইরাসের বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে (করোনার ভারতীয় স্ট্রেইন) ‘উদ্বেগজনক’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।