করোনার দ্বিতীয় ঢেউ ছড়িয়ে পড়ার পরে সব রেকর্ড ছাড়িয়ে একদিনে আবারো সর্বোচ্চ ৪ হাজার ৫২৫ জনের মৃত্যু দেখলো ভারত। আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৭ হাজার ১৭৪ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। বিশ্বে করোনায় আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।
এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জনের।
এদিকে দেশটির অনেক রাজ্য পর্যাপ্ত ডোজের অভাবে টিকা কর্মসূচীতে গতি আনতে ব্যর্থ হচ্ছে। কিন্তু রাজ্যগুলোর হাতে দেওয়ার মতো এখনও এক কোটি ৯৪ লাখ ডোজ টিকা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
আর এপ্রিলের প্রথম সপ্তাহে মহামারীর দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ভারতে ২৭০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। তার মধ্যে রোববার (১৬ মে) একদিনেই দেশজুড়ে মারা গেছেন ৫০ জন চিকিৎসক।