করোনা ভাইরাসের ভারতীয় বা ডেল্টা ধরনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকা পাঁচগুণ কম মাত্রায় অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয় বলে এক গবেষণায় উঠে এসেছে।
আন্তর্জাতিক চিকিৎসা বিষয়ক জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানানো হয়।
গবেষণায় বলা হয়, টিকা গ্রহণের ফলে শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়, তা দেহে করোনাভাইরাস ঢুকলে ওই ভাইরাসকে শনাক্ত করে নিষ্ক্রিয় করে। তবে, টিকাগ্রহীতাদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফাইজারের টিকা থেকে তৈরি হওয়া অ্যান্টিবডির কার্যক্ষমতা কমতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গেও তার কার্যক্ষমতা কমে যায়। এসব পর্যবেক্ষণ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় বুস্টার ডোজ দেয়ার পক্ষে মতামত দিয়েছে। যুক্তরাজ্যের ফ্রান্সিস ক্রিক ইন্সটিটিউটের গবেষকদের নেতৃত্বে এই গবেষণা পরিচালনা করা হয়।