মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মানডালার নিকটবর্তী এলাকায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে, মানডালা সিটি ফায়ার সার্ভিস সামাজিক মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানায়। বিমানটিতে ছয়জন সামরিক কর্মকর্তা ও ক্রু’সহ ১৬ জন ছিলেন। কর্মকর্তরা একটি অনুষ্ঠানে যোগ দিতে পাইন ও লুইনের প্রধান বৌদ্ধ মন্দিরে যাচ্ছিলেন।
পথে, মানডালা শহরের পার্শ্ববর্তী একটি স্টিল প্ল্যান্টের ৩শ’ মিটার দূরে বিমানটি বিধ্বস্ত হয়। তবে, এ ঘটনায় ওই এলাকার কোনো স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়নি বলে জানিয়েছেন তারা।