পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহি একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন।
শুক্রবার ভোরে বেলুচিস্তানের খুজদার জেলার কার্খ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর এক সদস্য বলেন, বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিল, এমনকি বাসের ছাদেও যাত্রী বসেছিল।
খুজদারের ডেপুটি কমিশনার বশির আহমেদ বলেন, দুর্ঘটনার শিকার যাত্রীরা মুসল্লি। তারা স্থানীয় একজন মুসলিম দরবেশকে সম্মান জানাতে গিয়েছিলেন। তারা সিন্ধু প্রদেশের বাসিন্দা। নিহতদের সবাই পুরুষ বলেও জানান বশির।