চীনের হেনান প্রদেশের একটি মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন।
আজ শুক্রবার স্থানীয় সময় ভোরের দিকে এ আগুন লাগে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। যার মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। হতাহতদের বেশিরভাগই ৭ থেকে ১৬ বছর বয়সী আবাসিক শিক্ষার্থী। তারা প্রশিক্ষণ কেন্দ্রটির দ্বিতীয় তলায় থাকতো। ঝেচেং এলাকার স্থানীয় প্রশাসন আগুন নিভিয়ে ফেলার খবর তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি এবং মার্শাল আর্ট কেন্দ্রটির নাম প্রকাশ করা হয়নি। এদিকে, এ ঘটনায় মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের দায়িত্বে থাকা এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় পুলিশ।