মালয়েশিয়ায় চলমান লকডাউনে অবৈধ অভিবাসী বিরোধী অভিযানে বাংলাদেশীসহ মোট ২৩৫ জন অভিবাসী কে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটক ২৩৫ জনের মধ্যে ১৮ জন বাংলাদেশী ও ইন্দোনেশিয়ার ১৭ জন নাগরিক রয়েছেন।
মঙ্গলবার(২৯ জুন) রাতে দেশটির গণমাধ্যম ও অভিবাসন বিভাগের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ভোর ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত দেশটির মালাক্কা প্রদেশ ও কুয়ালা তেরেঙ্গানু নামক ২টি পৃথক স্থানে পৃথক সময়ে অভিযান পরিচালনা করে ২৩৫ জন অবৈধ অভিবাসী কে আটক করা হয়েছে।
কুয়ালা তেরেঙ্গানু এলাকার কয়েকটি নির্মাণ সেক্টরে অভিযান পরিচালনা করে ২০০ জন অভিবাসী আটক করা হয়েছে। তবে এই অভিযানে কতজন বাংলাদেশী বা অন্যান্য দেশের নাগরিক রয়েছে প্রতিবেদন লেখা পর্যন্ত বিবৃতিতে প্রকাশ করা হয়নি।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী হামজা জয়নুদ্দিন এক বিবৃতিতে বলেন, আটককৃত সমস্ত বিদেশিদের ইমিগ্রেশন আইন ১৯৫৯/১৯৬৩ এর অধীনে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও এই বিদেশিদের অবৈধভাবে নিয়োগের অভিযোগে তাদের নিয়োগকারীদের কে একই আইনের আওতায় তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি আরো বলেন এদেশে থাকা সমস্ত অভিবাসীদের প্রচলিত আইন মানতে হবে।
এদিকে দেশটির মালাক্কা প্রদেশে ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে একটি ডুরিয়ান( জাতীয় ফল) বাগানে লুকিয়ে থাকার সময় ৩৫ জন অভিবাসী কে আটক করা হয়েছে। এর মধ্যে ১৮ জন বাংলাদেশী ও ১৭ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছে। তাদের কে বৈধ কাগজপত্র না থাকার কারনে আটক করা হয়েছে। আটক সমস্ত অভিবাসীদের কে মাচাপ উম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পরবর্তী পদক্ষেপের জন্য পাঠানোর আগে কোভিড -১৯ এর স্ক্রিনিং পরীক্ষা করানোর জন্য জেলা স্বাস্থ্যকেন্দ্রে (পিকেডি) নেওয়া হয়েছে।