যুক্তরাষ্ট্রের বোস্টনের কাছে ভারী অস্ত্রধারী ১১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার সারারাত ধরে চলা অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশের পক্ষ থেকে বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেয়া হয়। তবে, এ সময় কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় পুলিশ। এবং আটককৃতরা নিজেদের মিলিশিয়া বলে পরিচয় দিয়েছে।
এদিকে, দেশটির গণমাধ্যমগুলো জানায়, অস্ত্রধারী ব্যক্তিরা রাইস অফ দ্যা মুরস নামে একটি দলের সদস্য। এই দলের সদস্যরা যুক্তরাষ্ট্রের আইনকে স্বীকৃতি দেয় না। আজ দেশটির ২৪৫তম স্বাধীনতা দিবসে এমন ঘটনা ঘটল।