টাইব্রেকারে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে ইতালি । ৫৩ বছর পর এটি তাদের দ্বিতীয় শিরোপা।
রোববার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ইউরোর ফাইনালে মুখোমুখি হয় ইউরোপিয়ান ফুটবলের দুই পরাশক্তি।
ম্যাচের দুই মিনিটের মাথায় ইংল্যান্ড এগিয়ে যায় লুক শ’র গোলে। ৬৭তম মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি। অতিরিক্ত সময়েও ফল না আসায় ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যূটআউটে।
এদিকে, সর্বোচ্চ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর গোল্ডেন বল ও গ্লাভস জিতেছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা।