হারারেতে সিরিজের ২য় ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশকে ২৪১ রানের টার্গেট গিয়েছে জিম্বাবুয়ে। জয়ের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাট করছে সফররতরা।
এই ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। অন্যদিকে সিরিজ বাঁচিয়ে রাখতে ম্যাচটা জিততেই হবে স্বাগতিকদেরকে।
রোববার (১৮ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। শুরুতেই তাসকিন-মিরাজের জোড়া আঘাতে বিধ্বস্ত হয় জিম্বাবুয়ে। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠে স্বাগতিকরা।
প্রথম ওভারেই হারায় তিনাশের উইকেট। দলীয় ৩৩ রানে দ্বিতীয় আঘাত। এবার আরেক ওপেনার মারুমণিকে বোল্ড করেন মিরাজ। শুরুতেই দুই ওপেনারকে হারানোর পর চাপ সামাল দেয়ার কাজটা ভালোভাবেই করছিলেন জিম্বাবুয়ের দুই অভিজ্ঞতম ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও রেগিস চাকাভা। শেষ পর্যন্ত শরীফুলের ৪ উইকেটে জিম্বাবুয়ের মাঝারি স্কোর দাঁড়ায়। নির্ধারিত ৫০ ওভারে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২৪০ রান।