শেষ পর্যন্ত স্থগিতই হয়ে গেল ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ। ফুটবল দেখল স্মরণীয় এক ঘটনা। আন্তর্জাতিক ম্যাচের পাঁচ মিনিট পার হওয়ার পরও কোয়ারেন্টাইন জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে ম্যাচ।
বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা শুরু থেকেই অভিযোগ করে আসছিলেন ইংলিশ প্রিমিয়ার লীগ থেকে আসা আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো আর জোভান্নি লো সেলসো কোয়ারেন্টাইন শর্ত মানেননি। তাই আজ ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাদের খেলতে না দেওয়ার সুপারিশ করেন দেশটির স্বাস্থ্য কর্তারা।
সেই জের ধরে ম্যাচ আর মাঠেই গড়ায়নি। শেষ পর্যন্ত লাতিন আমেরিকার নিয়ন্ত্রণ সংস্থা কনমেবল টুইটার বার্তায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি আনুষ্ঠানিকভাবে স্থগিত করেছে।
এই বিষয়ে কনবেমল জানিয়েছে এটা ফিফার প্রতিযোগিতা। ম্যাচ অফিসিয়ালরা ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে প্রতিবেদন জমা দেবে। এরপর ম্যাচের ভবিষ্যত নিয়ে তারাই সিদ্ধান্ত নেবে।