পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের আজ (বুধবার) চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতল নিউজিল্যান্ড । আর টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ । প্রথম দুই ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে জিতে সিরিজে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের সামনে সিরিজ জেতার হাতছানি, কিউইদের জন্য সিরিজ বাঁচানোর।