অবশেষে অধরা চ্যাম্পিয়নস লিগ শিরোপার দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৯৯ সালে ম্যানইউর পর প্রথম ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জিতল তারা।
শনিবার (৯ জুন) তুরস্কের ইস্তানবুলে আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সিটিজেনরা।
চ্যাম্পিয়নস লিগ শিরোপার মাধ্যমে আরও বড় একটি অর্জনও যুক্ত হলো ম্যানচেস্টার সিটির। এ মৌসুমে প্রিমিয়ার লিগের সঙ্গে এফএ কাপের শিরোপাও তারা ঘরে তুলেছে। ইস্তাম্বুলের ট্রফি নিয়ে প্রথমবারের মতো তারা অর্জন করল কোনো মৌসুমের ট্রেবল। ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোর মধ্যে সর্বশেষ ২৪ বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের ঝুলিতে ছিল এই অর্জন।
তুরস্কের রাজধানী ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বল গড়ানোর আগে থেকেই ফেভারিট ছিল গার্দিওলার দল। তবে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলানও কম কিছু নয়। চ্যাম্পিয়নস লিগে তিনবারের শিরোপাধারী ইতালির দলটি এবারের মৌসুমেও ছিল যথেষ্ট দুর্ভেদ্য। তাই ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস ছিল। মাঠে নেমেও দুই দল হতাশ করেনি দর্শকদের।