ঢাকা টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ৫৪৬ রানের রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ।
এ জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়। বিশ্ব টেস্টের ইতিহাসে এ জয় তৃতীয় সর্বোচ্চ। আর গত ৮৯ বছরের ইতিহাসে এটি বিশ্বের সর্বোচ্চ ব্যবধানের টেস্ট জয়।
খেলার শুরু থেকে একচেটিয়া দাপট ছিলো টাইগারদের। টস হেরে শুরুতে ব্যাটিং করতে নেমে শান্ত’র দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৮২ রান করে বাংলাদেশ। জবাবে ১৪৬ রানে অলআউট হয় আফগানিস্তান।
২৩৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে নাজমুল শান্ত ও মমিনুল হকের সেঞ্চুরিতে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা।
পরে, ৬৬২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ১১৫ রানে থামে সফরকারীরা। ফলে আজ চতুর্থদিনে ৫৪৬ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিটন দাসের দল।