1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
শচীনকে টপকে সেঞ্চুরির ফিফটি কোহলির - বিজয় টিভি
ঢাকা শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

শচীনকে টপকে সেঞ্চুরির ফিফটি কোহলির

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ৪৩ বার পড়া হয়েছে

অপরাজিত থেকে রাউন্ড রবিন লিগে শেষ করেছিল ভারত। উড়তে থাকা স্বাগতিকদের সামনে এবার সেমির বাধা। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে কিউইদের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করছে রোহিত শর্মার দল।

এখনও পর্যন্ত ৪১.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করেছে ভারত। ৬৬ রান নিয়ে উইকেটে আছেন শ্রেয়াস আইয়ার। অপর অপরাজিত ব্যাটার কোহলির সংগ্রহ ১০০ রান।

বুধবার (১৫ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা-শুবমান গিল নতুন বলে আক্রমণাত্মক শুরু করেন। ট্রেন্ট বোল্টের মতো বিশেষজ্ঞ সুইং বোলারও সুবিধা করতে পারেননি।

শুরুর ৫০ রান তুলতে মাত্র ৩২ বল খরচ করেছেন ভারতীয় ওপেনাররা। যেখানে সিংহভাগ রানই আসে রোহিতের ব্যাট থেকে। উড়ন্ত শুরু করলেও রোহিত সাজঘরে ফিরেছেন হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে। নবম ওভারে টিম সাউদিকে উড়িয়ে মারতে গিয়ে কেন উইলিয়ামসনের হাতে ধরা পড়েছেন ভারত অধীনায়ক। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৪৭ রান।

রোহিত ফেরার পর রানের গতি কিছুটা কমেছিল। তবে সেটা ভালোভাবেই সামাল দিয়েছেন গিল। তাতে ১৩তম ওভারেই তিন অঙ্ক ছুঁয়েছে স্বাগতিকরা।

প্রথমবার কোনো আইসিসি ইভেন্টের সেমিতে খেলতে নেমে দারুণ শুরু করেছিলেন গিল। ৪১ বলে ছুঁয়েছিলেন ব্যক্তিগত ফিফটি। দারুণ সব শটে এগোচ্ছিলেন শতকের দিকেই। তবে তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাধা হয়ে দাঁড়াল চোট। পায়ের পেশিতে টান লাগায় ২৩তম ওভারের খেলা চলাকালে মাঠ ছেড়েছেন তিনি।

তিনে নেমে ধীর গতির শুরু করেছিলেন কোহলি। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন এই টপ অর্ডার ব্যাটার। স্বভাবজাত ব্যাটিংয়ে আরও একবার বড় মঞ্চে নিজের জাত চেনালেন তিনি। ৫৯ বলে ফিফটি করেছিলেন। পরের ৫০ রান করতে খেলেছেন ৪৭ বল। সবমিলিয়ে ১০৬ বলে তিন অঙ্কে পৌঁছেছেন তিনি। এটি ওয়ানডেতে তার ৫০তম সেঞ্চুরি। তাতে শচীনকে ছাড়িয়ে এই ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক হলেন এই টপ অর্ডার ব্যাটার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কমেছে সব ধরনের পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম। কেজি প্রতি দেশি পেঁয়াজ ৫ থেকে ১০ টাকা কমে ২০ থেকে ৩০ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলিতে কমেছে পেঁয়াজ ও সয়াবিন তেলের দাম

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
আরেক দফা কমলো স্বর্ণের দাম

আরেক দফা কমলো স্বর্ণের দাম

শনিবার, ১ মার্চ, ২০২৫

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.