ওয়ানডে মেজাজে ব্যাটিংয়ে শুরুর ভীত গড়ে দিয়েছিলেন নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। টাইগার অধিনায়ক ব্যক্তিগত ৩৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরির দ্বারপ্রান্তে ছিলেন জয়। অবশ্য তাকেও ফিরতে হয় ৮৬ রানের মাথায়। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল বাংলাদেশ। যদিও দশম উইকেট জুটিতে শরিফুল-তাইজুলের দেয়ালে দিন পার করেছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্টের প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩১০ রানে দিন শেষ করেছে বাংলাদেশ।