বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের দাপট দেখল ফুটবল বিশ্ব। একতরফা লড়াইয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের করে নিলো রিয়াল মাদ্রিদ।
রোববার দিবাগত রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ফাইনালে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।
প্রথমার্ধে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকের পর দ্বিতীয়ার্ধে রদ্রিগোর গোল। মাঝে রবার্ট লেভান্ডোভস্কি একটি গোল করলেও সেটা ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি।
সুপার কাপের গত মৌসুমে রিয়াদেই রিয়ালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সা। এবার তাদের হারিয়ে প্রতিশোধ নিল রিয়াল। স্প্যানিশ এই প্রতিযোগিতায় এটি রিয়ালের ১৩তম শিরোপা।
প্রথমার্ধের গল্পে প্রায় পুরোটা জুড়েই ভিনসিউস। ১০ মিনিটের মধ্যেই দুইবার জালে বল জড়িয়ে শুরুতেই প্রতিপক্ষকে চমকে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। স্পটকিক থেকে গোল করে তুলে নেন নিজের হ্যাটট্রিকও। ১৬টি এল ক্লাসিকো খেলা ভিনিসিউসের গোল ৬টি, যার অর্ধেকই এসেছে এই ম্যাচে। মৌসুমের সেরা ফর্মটা যেন এই ম্যাচের জন্যই তুলে রেখেছিলেন ব্রাজিলের স্ট্রাইকার।