আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে লাতিন আমেরিকার দেশগুলোর ফুটবল শ্র্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। মহাদেশীয় এই আসর শুরুর আগে প্রীতি ম্যাচ খেলে প্রস্তুতি সাড়ছে অংশগ্রহণকারী দলগুলো। যার মধ্যে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও।
এরই ধারাবাহিকতায় ইকুয়েডরের বিপক্ষে আজ মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এর আগে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে দলে ছিলেন না লিওনেল মেসি। তবে চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়েই আবার জাতীয় দলের জার্সিতে ফিরেছেন তিনি। আর্জেন্টাইন জাদুকরের ফেরার ম্যাচে দুর্দান্ত এক জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।
বাংলাদেশ সময় ভোর ৫টায় শিকাগোর সোলজার ফিল্ডে শুরু হয় ম্যাচটি। শুরু থেকেই আলবিসেলেস্তেরা আক্রমণ চালাতে থাকলেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৪০তম মিনিটের জন্য। রোমেরোর অ্যাসিস্টে গোলটি করেন ডি মারিয়া। এতে ১-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে দুই দল।
ম্যাচের প্রথমার্ধে মাঠে নামেননি লিওনেল মেসি। অবশ্য কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়ে রেখেছিলেন মেসিকে পুরো ম্যাচ খেলাবেন না। তাইতো ম্যাচের ৫৬তম মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে নামানো হয় আর্জেন্টাইন অধিনায়ককে। প্রত্যাবর্তনের ম্যাচে মেসি গোল না পেলেও, জয় পেয়েছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনা পরের ম্যাচ খেলবে ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে। এরপর ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা।