লেতসাইল তেবোগো ইতিহাস গড়লেন। প্যারিস অলিম্পিকে জিতলেন সোনা। তার এই সাফল্য উদযাপন করতে বতসোয়ানায় শুক্রবার বিকালে সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। বৃহস্পতিবার প্যারিসে ২০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন ২১ বছর বয়সী অ্যাথলেট।
যুক্তরাষ্ট্রের দুই স্প্রিন্টার কেনি বেডনারেক ও নোয়াহ লাইলসকে পেছনে ফেলে আফ্রিকার প্রথম ও ইতিহাসের পঞ্চম দ্রুততম ২০০ মিটার স্বর্ণজয়ী হলেন তেবোগো।
নিজের জুতোয় মায়ের জন্মতারিখ লিখে ট্র্যাকে দৌড়েছেন তেবোগো। গত মে মাসে তার মা চিরবিদায় নিয়েছেন। তাকেই উৎসর্গ করেছেন এই সাফল্য।
প্রেসিডেন্ট মোকগিতসি মাসিসি এক্স-এ লিখেছেন, ‘মাননীয় প্রেসিডেন্ট মাসিসি সকল জনগণের পক্ষ থেকে লেতসাইলকে সাধুবাদ জানান। তার প্রয়াত মাকেও অশেষ ধন্যবাদ।’
মাসিসি আরও জানান, তেবোগোর এই অভাবনীয় অর্জনের কারণে জাতি সাধারণ ছুটির দাবিদার, যাতে করে তারা এই সাফল্য উদযাপন করতে পারেন।
বতসোয়ানা প্রেসিডেন্ট বৃহস্পতিবার বলেছিলেন, টিভির সামনে ছিলেন তিনি। তেবোগো ১৯.৪৬ সেকেন্ডে ফিনিশিং লাইন ছোঁয়ার পর তিনি নির্বাক হয়ে গিয়েছিলেন। উদযাপনের জন্য চিৎকার করতে পারছিলেন না।