ফুটবল বিশ্বের জাদুকর লিওনেল মেসি। যার পায়ের ছোঁয়ায় বলে যেন প্রাণ ফিরে আসে। মাঠে তার অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ যেকোনো ফুটবল প্রেমী। অন্যদিকে ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। দারুণ ফর্মে থাকা এ ফরোয়ার্ডও তার পারফরম্যান্সে মাতিয়ে রাখেন তার ভক্তদের।
ফ্রান্স জাতীয় দলের হয়ে কাতার বিশ্বকাপ ফাইনালে এমবাপ্পকে লড়তে হয়েছিল মেসির বিরুদ্ধে। সেদিন একে অপরের বিপরীতে খেলে ফুটবল বিশ্বকে চিরদিন মনে রাখার মতোই এক ম্যাচ উপহার দিয়েছিলেন তারা। তবে শুধু প্রতিদ্বন্দ্বী নয়, পিএসজিতে সতীর্থ হিসেবেও মেসির সঙ্গে খেলাটা সৌভাগ্যের বিষয় বলে মনে করেন ফরাসি এ তারকা।
২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্কের ইতি টেনে পিএসজিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। তার বেশ আগে থেকেই ফরাসি ক্লাবটিতে খেলছিলেন এমবাপ্পে। সেই সময়টাতে মেসির সঙ্গে খেলতে পেরে নিজেকে এখনও ভাগ্যবান মনে করেন এ ফরাসি তারকা। সম্প্রতি, ফরাসি অনুষ্ঠান ‘তেলেফুট’-এ মেসির সঙ্গে খেলার বিষয়ে কথা বলেছেন এমবাপ্পে।
ফরাসি তারকা বলেন, ‘আমি ভাগ্যবান ছিলাম যে মেসির সঙ্গে খেলতে পেরেছি। আমি কখনও ভাবিনি যে আমি তার সঙ্গে খেলব। মেসি সবাইকে সম্মান করেন এবং সে একজন অনন্য খেলোয়াড়। তার সঙ্গে খেলাটা সত্যিই একজন খেলোয়াড় হিসেবে আমাকে খেলাটি আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে।
পিএসজিতে মেসি ও এমবাপ্পে দুই মৌসুম এক সঙ্গে খেলেছেন। একসঙ্গে তারা লিগ শিরোপা ও ঘরোয়া লিগ জিতেছিলেন। ২০২৩ সালে পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি দেন দেন মেসি। অন্যদিকে, ২০২৪ সালে পিএসজি ছেড়ে স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন এমবাপ্পে।