ঝালকাঠির কাঠালিয়ায়া উপজেলা পরিষদ মাঠে শেখ রাসেল ক্রীড়া চক্র আয়োজিত ‘শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় শৌলজালিয়া সৌরদ্বীপ স্পোর্টিং ক্লাব, কাঠালিয়া মামা-ভাগ্নে একাদশকে ১-০ গোলে হারায়। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আয়োজন কমিটির সভাপতি ও বিআরডিবির চেয়ারম্যান মো. কাওসার আহম্মেদ জেনিব সিকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মাদ ফয়সাল উদ্দীন, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মো. এনামুল হক এনাম, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনসহ অন্যরা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি