কুয়াকাটায় ‘ড. এম এ ওয়াজেদ মিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নয়াপাড়াস্থ বালুরমাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। লতাচাপলী ইউনিয়ন ও কুয়াকাটা পৌরসভার ১৬টি দল নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করে লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগ। ফাইনাল খেলায় কুয়াকাটা পৌর একাদশ ৩-১ গোলে আলীপুর ইয়ং স্টারকে হারায়। এ সময় উপস্থিত ছিলেন লাতাচাপলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লা, ইউপি মেম্বার ইউসুফ কোম্পানি, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদসহ অন্যরা। পরে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি