বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওয়ার্ল্ড ফেডারেশন ব্যাডমিন্টন এশিয়ার সার্বিক তত্বাবধানে আজ শুরু হতে যাচ্ছে ‘ইউনেক্স সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০১৯’ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। টুর্নামেন্টের সপ্তম এ আসরে স্বাগতিক বাংলাদেশসহ মোট ১৯টি দেশ অংশ নিচ্ছে।
টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ফেডারেশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ও তথ্যসচিব আবদুল মালেক জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আসন্ন জন্মশত বার্ষিকী উপলক্ষে এ টুর্নামেন্ট জাতির পিতার মহান স্মৃতির উদ্দেশ্যে।
তথ্যসচিব বলেন, ‘আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এই আন্তর্জাতিক টুর্নামেন্ট জাতির পিতার অমর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করছি। এ সংবাদ সম্মেলন থেকে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাই।’
টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরে ফেডারেশন সভাপতি জানান, ১০ ডিসেম্বর দুপুর ২:০০টায় শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামের উডেন ফ্লোরে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
১০-১৫ ডিসেম্বর টুর্নামেন্টের সিনিয়র ও ১৭-২২ ডিসেম্বর জুনিয়র বিভাগে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া, আফ্রিকা, ইউরোপ ও উত্তর আমেরিকা- চার মহাদেশের ১৯টি দেশের ১১২ জন পুরুষ ও ৫৬ জন নারীসহ মোট ১৬৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দেশগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, মিশর, ভারত, জাপান, মালদ্বীপ, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মরিশাস, আয়ারল্যান্ড, ভিয়েতনাম, ইরান, ওয়েলস ও স্বাগতিক বাংলাদেশ।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি