বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটে টানা দ্বিতীয় জয় তুলে নিলো রাজশাহী রয়্যালস। আজ টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে রাজশাহী ৮ উইকেটে হারালো সিলেটকে। অপরদিকে, টানা দ্বিতীয় হারের স্বাদ পেল সিলেট।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় রাজশাহী। ব্যাট হাতে নেমে ভালো শুরু করে সিলেট। তারপরও রাজশাহীর অন্যান্য বোলারদের নৈপুন্যের সামনে ব্যাট হাতে সিলেটের পক্ষে বড় ইনিংস খেলতে পারেননি কেউই। মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় সিলেট থান্ডার ।
জয়ের জন্য ৯২ রানের সহজ টার্গেটে শুরুতেই হোচট খায় রাজশাহী। ইনিংসের তৃতীয় বলে শুন্য হাতে ফিরেন ওপেনার আফগানিস্তানের হযরতউল্লাহ জাজাই।
সিলেটের স্পিনার নাইম হাসান সরাসরি তাকে বোল্ড আউট করেন। এরপর সিলেটের বোলারদের উপর চড়াও হন উইকেটরক্ষক লিটন দাস ও আফিফ হোসেন। মাত্র ৩৯ বলে ৬২ রান যোগ করেন তারা। ৩টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৩০ রান করে থামেন আফিফ। এই জুটি ভাঙ্গেন আফগানিস্তানের পেসার নাভেন-উল-হক।
আফিফের বিদায়ের পর পাকিস্তানের শোয়েব মালিককে নিয়ে ৫৫ বল হাতে রেখে রাজশাহীর জয় নিশ্চিত করেন লিটন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি