প্রথমবারের মত ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে লিভারপুল। অতিরিক্ত সময়ে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের গোলে লিভারপুল ১-০ গোলে ফ্লামেঙ্গো পরাজিত করে লিভারপুল।
সেমিফাইনালে মেক্সিকান ক্লাব মন্টেরির বিপক্ষে লিভারপুরের ২-১ গোলের জয়ে ইনজুরি টাইমেও জয়সূচক গোলটি করেছিলেন ফিরমিনো। আবারো সেই রবার্তো ফিরমিনোর হাত ধরে দারুন এক জয় ছিনিয়ে আনলো লিভারপুল।
দোহার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে নির্ধারিত সময়ে গোল শুণ্য ড্র থাকায় ম্যাচটি গড়ায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়ে অর্থাৎ ৯৯ মিনিটে সাদিও মানের সহযোগিতায় ফ্লামেঙ্গো গোলরক্ষক দিয়েগো আলভেসের লো শটে পরাস্ত করে ফিরমিনো দলের জয় নিশ্চিত করেন। নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে লিভারপুলের একটি পেনাল্টির আবেদন ভিএআর প্রযুক্তির সহায়তায় বাতিল করা হয়।
মানেকে ফাউলের অপরাধে রাফিনহার বিপক্ষে কাতারি রেফারি আল জসিম প্রথমে স্পট কিকের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লম্বা সময় ধরে রিভিউ দেখার পর পরবর্তীতে তা বাতিল করা হয়।
চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা সুপারকাপের পর এ বছর তৃতীয় শিরোপার দেখা পেল লিভারপুল। ক্লাব বিশ্বকাপের এই শিরোপার পর ক্লাপের অধীনে লিভারপুল যদি এবার প্রিমিয়ার লিগের শিরোপা জিততে পারে, তবে ক্লাবের দীর্ঘ ইতিহাসে এই দলটি চির স্মরণীয় হয়ে থাকবে।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি