অবশেষে সুস্থ হয়ে ঢাকার দলে ফিরেছেন তামিম ইকবাল। জ্বরের কারনে ঢাকা প্লাটুনের হয়ে চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে খেলতে পারেননি ড্যাশিং এই ওপেনার। তাই তামিমের ফেরার ম্যাচে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্বান্ত নিয়েছে ঢাকা প্লাটুন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি।
এছাড়াও একাদশে ফিরেছেন পাকিস্তানের ওয়াহাব রিয়াজ। বোনের বিয়ের কারনে ঢাকা পর্ব শেষেই দেশে ফিরে গিয়েছিলেন রিয়াজ। একাদশ থেকে বাদ পড়েছেন শ্রীলংকার থিসারা পেরেরা। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পাকিস্তানের স্পিনার শাদাব খান।
এবারের আসরে এখন অবধি ৪টি ম্যাচ খেলে ২টি করে সমান জয় ও হারের স্বাদ পেয়েছে ঢাকা ও কুমিল্লা।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি