আসন্ন সফরে পাকিস্তানের মাটিতে কেবলমাত্র টি-২০ সিরিজ খেলতে অনড় অবস্থায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। দ্বিপাক্ষিক সিরিজের সব ম্যাচ পাকিস্তানের মাটিতে আয়োজনের বিষয়ে সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি এহসান মানির ঘোষণার পেক্ষিতে বিসিবি এই মুহূর্তে কেবলমাত্র টি-২০ সিরিজ খেলার বিষয়ে অনড় অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে।
বিসিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সংক্ষিপ্ত সময়েই সেখানকার অবস্থা পর্যালোচনায় সহায়ক হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী আগামী জানুয়ারি-ফেব্রুযারি মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ ক্রিকেট দলের দুই টেস্ট ও তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে। তবে পাকিস্তানের মাটিতে এই মুহূর্তে টেস্ট ক্রিকেট খেলতে ইচ্ছুক নয় বিসিবি।
বরং নিরপেক্ষ কোন ভেন্যুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ আয়োজনে পিসিবিকে অনুরোধ জানিয়েছে বিসিবি।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি