চট্টগ্রাম বিভাগীয় ‘বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
আজ (বুধবার) দুপুরে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এ আয়োজন করা হয়। খেলায় নারী দলে ‘রাঙ্গামাটি ঘাঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে খাগড়াছড়ি ঠাকুরছড়া প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
অপরদিকে, পুরুষ দলে ‘কক্সবাজারের পেকুয়া শের আলী শিকদার স্কুল ৩-০ গোলে চাঁদপুর কুমুরিয়া সূর্য রায় নন্দী প্রাথমিক বিদ্যালয়’কে হারায়।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাসসহ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি