1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
আইপিএল টিমে আমায় ‘কালু' বলা হতোঃ স্যামি
ঢাকা শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

আইপিএল টিমে আমায় ‘কালু’ বলা হতোঃ স্যামি

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২০
  • ৬৩ বার পড়া হয়েছে
ফাইল ছবি

ক্রিকেট দুনিয়ায় বর্ণবিদ্বেষের ঘটনা বা বিতর্ক নতুন নয়৷ অতীতে প্রচুর হয়েছে৷ বর্ণবাদী কথা বলার অভিযোগ উঠেছে বহু ক্রিকেটারের বিরুদ্ধে৷ সেই তালিকায় আরেকটি বিতর্ক যুক্ত হলো৷ এবার অভিযোগ করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও সাবেক অধিনায়ক ড্যারেন স্যামি৷ ২০১৪-র আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ  টিমে ছিলেন স্যামি৷ ইনস্টাগ্রামে তার অভিযোগ, তখন টিমের সদস্যরা তাঁকে ‘কালু’ বলতেন৷ আর ‘কালু’ বললেই সেখানে হাসির হুল্লোড় উঠত৷ শ্রীলঙ্কার ক্রিকেটার থিসারা পেরেরাকেও একই কথা শুনতে হয়েছে৷

শ্বেতাঙ্গ পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর বিশ্ব জুড়ে বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ চলছে৷ সেই পরিস্থিতিতে স্যামির অভিযোগ নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে৷

স্যামি জানিয়েছেন, তিনি তখন ‘কালু’ কথাটার মানে জানতেন না৷ ভাবতেন, কোনো মজার কথা বোধহয়৷ কিন্তু সম্প্রতি ইন্ডিয়ান অ্যামেরিকান স্ট্যান্ড আপ কমেডিয়ান হাসান মিনহাজের শো থেকে কথাটার মানে জানতে পেরেছেন৷ সোমবার স্যামি সামাজিক মাধ্যমে বলেছেন, সাবেক টিমমেটদের কাছে তিনি জানতে চাইবেন, তারা কি মর্যাদাহানিকর মন্তব্য করতেন? তিনি ক্রিকেটারদের নাম বলার আগে তাঁরা আগে ক্ষমা চেয়ে নিন৷

সানরাইজার্স হায়দ্রাবাদে স্যামির সঙ্গে খেলেছেন ইরফান পাঠান৷ ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেছেন, ‘‘আমি কখনও দেখিনি ড্যারেনকে কেউ ‘কালু’ বলে ডাকছে৷ ও তো হোটেলে আমার ঘরে প্রায়ই আসত৷ আমরা ডিনার করতাম৷ বিরিয়ানি খেতাম৷ আমার সামনে অন্তত কেউ ওকে ‘কালু’ বলে ডাকেনি৷”

তবে পাঠান স্বীকার করেছেন, ঘরোয়া ক্রিকেটে বর্ণবাদী মন্তব্য করা হয়৷ বিশেষ করে দক্ষিণ ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে৷ ভারতে উত্তর পূর্বের লোকেরাও বর্ণবাদী মন্তব্যের শিকার হন৷

স্যামি যে সময়ের কথা বলছেন, তখন বিসিসিআই-এর সচিব ছিলেন সঞ্জয় প্যাটেল৷ তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘তখন স্যামি বা সানরাইজার্স এই ধরনের কোনও অভিযোগ করেনি৷ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যেত৷”

ইন্ডিয়ান এক্সপ্রেস অবশ্য জানাচ্ছে, ২০১৪-তেই সানরাইজার্সের আরেক ক্রিকেটার ইশান্ত শর্মা সামাজিক মাধ্যমে একটা ছবি পোস্ট করেন৷ সেখানে চারজনের ছবির ক্যাপশন লেখা হয়েছিল, ‘‘আমি, ভুবি, কালু ও গান(স্টেইন) সানরাইজার্স৷” ছবিতে ইশান্ত ছাড়া ছিলেন ভুবনেশ্বর কুমার, ডেল স্টেইন ও ড্যারেন স্যামি৷

এই উপমহাদেশে এর আগেও কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের ‘কালু’ বলে ডাকা হয়েছে৷ ২০১৯ এ  পাকিস্তানের ক্রিকেট ক্যাপ্টেন সরফরাজ আহমেদ ডারবানে একদিনের ম্যাচ চলার সময় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফেহ্লুকোয়ায়োকে ‘কালু’ বলে তার সঙ্গে বেশ কিছু আপত্তিকর কথা বলেছিলেন৷ পরে তিনি অবশ্য তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেন৷

ক্রিকেটে বর্ণবাদনিয়ে অন্যতম বড় বিতর্ক হলো মাঙ্কিগেট৷ ২০০৮ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস অভিযোগ করেছিলেন, ভারতীয় অফ স্পিনার হরভজন সিং তাঁকে ‘মাঙ্কি’ বা ‘বাঁদর’ বলেছেন৷ সেটাও ছিল বর্ণবাদী গালাগালি৷ ম্যাচ রেফারি হরভজনকে শাস্তি দিয়েছিলেন৷ পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়৷

সে সময় অস্ট্রেলিয়ায় গিয়ে ম্যাচ কভার করেছিলেন সাংবাদিক অরিন্দম বন্দ্যোপাধ্যায়৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘শচিন টেন্ডুলকারের সাক্ষ্যের পর বিতর্ক মেটে৷ অ্যাডিলেডে বিচারক তো শচিনকে দেখে উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আপনাকে পেয়ে আমরা সম্মানিত৷ এরপর আমাদের আদালত থেকে চলে যেতে বলা হয়৷ পরে শুনেছি, শচিন বলেছিলেন, হরভজন মাঙ্কি বলেননি৷ উত্তর ভারতীয় একটি স্ল্যাং বলেছিলেন, যা শুনতে ভুল হয়েছিল সাইমন্ডসের৷”  সূত্র:ডয়েচে ভেলে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
এটা শুধুই অফিস লুকের অংশ: মাহি

এটা শুধুই অফিস লুকের অংশ: মাহি

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
বক্স অফিসে কত আয় করল ‘ধূমকেতু’

বক্স অফিসে কত আয় করল ‘ধূমকেতু’

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান’

‘ডিপ্রেশনে না গিয়ে ট্যুরে যান’

শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

১২ কেজি এলপি গ্যাসের দাম কমলো

রবিবার, ৩ আগস্ট, ২০২৫
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর!

শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.