কোচ রবার্ট মোরেনোকে বরখাস্ত করেছেন ফ্রেঞ্চ ক্লাব মোনাকো। তার স্থানে বায়ার্ন মিউনিখের সাবেক বস নিকো কোভাচকে নেবার প্রস্তুতিও গ্রহণ করেছে লিগ ওয়ানের ক্লাবটি। মোনাকোর একটি ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রমতে স্প্যানিয়ার্ড ৪২ বছর বয়সী মেরেনোকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে মোনাকো। গত ডিসেম্বরে লিওনার্দো জারদিমের স্থলাভিষিক্ত হয়েছিলেন মোরেনো। তার অধীনে টেবিলের নবম স্থানে থেকে লিগ ওয়ান মৌসুম শেষ করেছে মোনাকো। করোনার কারনে ২০১৯-২০ মৌসুম বাতিল ঘোষনা করা আগামী মৌসুমে ইউরোপীয়ান ফুটবল থেকে ছিটকে পড়েছে।
মার্চে করোনার কারনে লিগ বন্ধ হবার আগে শেষ তিনটি ম্যাচের একটিতেও জিততে পারেনি মোনাকো। সর্বশেষ মোরেনোর অধীনে ব্রেস্টের বিপক্ষে ২-১ গোল পরাজিত হয়েছিল ক্লাবটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি