ক্যাটালোনিয়া সরকারের পরামর্শ উপেক্ষা করে বেড়াতে গিয়ে বিতর্কে জড়ালেন লিয়োনেল মেসি ও লুইস সুয়ারেস।
স্পেনে করোনার প্রকোপ কিছুটা কমলেও সম্প্রতি ক্যাটালোনিয়ায় বেশ কিছু অঞ্চলে ফের মারণ ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে।
এই পরিস্থিতিতে সরকারের তরফে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু বার্সেলোনার দুই তারকা তা অমান্য করেই ইবিজ়ায় ছুটি কাটাতে গিয়েছেন।
বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, কখনও জেট স্কি নিয়ে সমুদ্রের জলে আলোড়ন তুলছেন মেসি-সুয়ারেস। কখনও আবার প্রমোদতরীর ডেকে বসে রোদ পোহাচ্ছেন বার্সার সেরা দুই অস্ত্র।
স্পেনীয় সংবাদ মাধ্যমের দাবি, জেরার পিকে, মার্ক আন্দ্রে টার স্টেগানও নাকি ছুটি কাটাতে গিয়েছেন বার্সেলোনার বাইরে। সূত্র: আনন্দবাজার