কোচ কিকে সেতিয়েনকে বরখাস্ত করেছে বার্সেলোনা, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। তার স্থানে রোনাল্ড কোম্যানই এগিয়ে রয়েছে বলে জানা গেছে।
এক টুইটার বার্তায় বার্সার পক্ষ থেকে বলা হয়েছে, ‘নতুন মৌসুমকে সামনে রেখে বার্সেলোনার মূল দলটি পুনর্গঠনের লক্ষ্যে নতুন কোচের নাম খুব শিগগিরই ঘোষনা করা হবে।’
লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে শিরোপা হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হওয়ায় কোচের পদ থেকে জানুয়ারিতে নিয়োগ পাওয়া সেতিয়েন বরখাস্ত হতে যাচ্ছেন এটা অনুমেয় ছিল। ক্যাম্প ন্যুতে গতকাল এক জরুরী সভায় তার বিদায় নিশ্চিত করা হয়। প্রায় ছয় ঘন্টার এই সভায় কোম্যানকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেবার পক্ষে অনেকেই সহমত পোষন করেছেন।
এছাড়া ক্লাব আরো ঘোষনা দিয়েছে আগামী বছর জুনে অনুষ্ঠিতব্য সভাপতি নির্বাচনের তারিখ এগিয়ে ১৫ মার্চ করা হয়েছে।
বার্সেলোনার ক্ষুব্ধ সমর্থকরা আশা করেছিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের সাথে সাথে সভাপতিরও বিদায় ঘন্টা বাজবে। কিন্তু আপাতত সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। এর অর্থ হচ্ছে চাপে থাকা জোসেপ মারিয়া বার্তোমেউ আরো কিছুদিন ক্লাব প্রধানের দায়িত্বে থাকছেন। বিবৃতিতে আরা বলা হয়েছে, ‘সব ধরনের চিন্তা ভাবনা করে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনের জন্য ১৫ মার্চ একটি সুবিধাজনক তারিখ হতে পারে। বোর্ড মনে করে আগামী ১২ সেপ্টেম্বর যেহেতু নতুন মৌসুম শুরু হচ্ছে সে কারনে এই মুহূর্তে নির্বাচন দেয়াটা যথার্থ হবে না। তার উপর কোভিড-১৯ এর কারনে ক্লাব এমনিতেই আর্থিক সমস্যায় রয়েছে।’ সূত্র: বাসস