২০২৭ নারী ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের ব্যপারে আশাবাদ ব্যক্ত করেছে বেলজিয়াম, জার্মানী ও নেদারল্যান্ড। সোমবার তারা যৌথ বিডে অংশ নেবার পরিকল্পনা প্রকাশ করেছে।
তিন দেশের ফুটবল এসোসিয়েশনের এক যৌথ বিবৃবিতে বলা হয়েছে ইতোমধ্যেই তারা এই আগ্রহের কথা বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফার কাছে জানিয়ে দিয়েছে। বছরের শেষে এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রস্তাবনা তারা ফিফার কাছে পাঠাবে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাবার লক্ষ্যে প্রতিটি দেশই জোড়ালো ভূমিকা রাখছে। এই তিনটি দেশই একে অপরের বেশ ভাল বন্ধু ও প্রতিবেশী। এই দেশগুলোতে নারীদের ফুটবল একটি ভিন্ন পর্যায়ে রয়েছে। বিশ^কাপের মত সর্বোচ্চ আসর আয়োজনের মাধ্যমে এই দেশগুলোর নারী ফুটবলকে বিশ^ব্যপী ছড়িয়ে দেবার একটি সুযোগও সৃষ্টি হবে।’
২০১৯ সালের সর্বশেষ ফিফা নারী বিশ^কাপ ফুটবল ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছিল। ২০২৩’র আসর অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।
এর আগে ২০১১ সালে জার্মানী নারী বিশ^কাপ আয়োজনের সুযোগ পেয়েছিল। অন্যদিকে নেদারল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ উয়েফা উইমেন্স চ্যাম্পিয়নশীপ। এই প্রথমবারের মত বেলজিয়াম নারীদের বড় কোন টুর্নামেন্ট আয়োজনের সুযোগ নিতে চাচ্ছে।