দেখতে দেখতে শেষ হয়ে গেলো বাংলাদেশ ক্রিকেটের অভিশপ্ত ৩৬৫ দিন। অবশেষে আনুষ্ঠানিকভাবে আবারো মাঠে ফেরার অনুমতি পেতে যাচ্ছেন সাকিব আল হাসান। ঠিক এক বছর আগের এ দিনেই, টাইগার ক্রিকেট আকাশে নেমে আসে অন্ধকার। নিষিদ্ধ হন মিস্টার সেভেন্টি ফাইভ।
আজ ২৮ অক্টোবর আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে সাকিব আল হাসানের। ভক্ত-সমর্থক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল; সবাই সাকিবের ফেরার অপেক্ষায়। দেশের সেরা ক্রিকেটারের মাঠে ফেরার বিষয়টি নিয়ে অনেকেই রোমাঞ্চিত। এই রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকেও।
একই সঙ্গে প্রত্যাশার মাত্রাতেও লাগাম দিয়ে রাখতে বলছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ। দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন সাকিব। মাঠে ফেরার পর মানিয়ে নিতে তাকে সময় দিতে হবে বলে মনে করেন ডমিঙ্গো। সাকিব ফিরেই যে আকাশছোঁয়া পারফরম্যান্স করে ফেলবেন, এভাবে ভাবছেন না প্রোটিয়া এই কোচ।
আগামী ২৯ অক্টোবর থেকে মুক্ত সাকিব, খেলতে পারবেন সব ধরনের ক্রিকেট। ফেরার পর বাঁহাতি অলরাউন্ডারকে সময় দিতে বলছেন ডমিঙ্গো।
নিউজ ডেস্ক/বিজয় টিভি