গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্বাগতিক পাকিস্তানকে সুপার ওভারে হারিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করে সিন উইলিয়ামসের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৮ রান করে জিম্বাবুয়ে। জবাবে অধিনায়ক বাবর আজমের সেঞ্চুরিতে ৫০ ওভারে ৯ উইকেটে ২৭৮ রান করে ম্যাচ টাই করে পাকিস্তান। ফলে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানে পাকিস্তানকে হারিয়ে দেয় জিম্বাবুয়ে। তারপরও তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচ যথাক্রমে ২৬ রানে ও ৬ উইকেটে জিতেছিলো পাকিস্তান।
এই সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ । সুপার লিগে প্রথম সিরিজ ছিলো পাকিস্তান ও জিম্বাবুয়ের। ৩ ম্যাচে ২ জয়ে ২০ পয়েন্ট পেল পাকিস্তান। আর ১ জয়ে ১০ পয়েন্ট পেল জিম্বাবুয়ে। তিন ম্যাচের ২টি সিরিজ খেলে ৩ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড।
ওয়ানডে সিরিজ শেষে আগামী ৭ নভেম্বর থেকে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও জিম্বাাবুয়ে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি