বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষির্কী উপলক্ষে পিরোজপুরে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ বিকেলে পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমূখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।
মন্ত্রী এ সময় বলেন, যুব সমাজকে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও নেশার জগত থেকে বিরত থেকে নৈতিক শিক্ষা, দেশের কল্যানে এবং খেলা ধুলায় দেশ-বিদেশে তাদের ভাবমূর্তি আরও উজ্জল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকে সকল ধরনের পৃষ্ঠপোশকতা দিয়ে যাচ্ছেন।
এসময় জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদারসহ বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার ফুটবল প্রেমিক খেলা দেখতে মাঠে জড়ো হন। ফুটবল খেলার সভাপতিত্ব করেন শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পিন্টু।
ফাইনাল খেলায় চরসোনাকুর সোনার বাংলা কাব-ভাসাবাজার ক্রীড়া সংঘকে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী চ্যাম্পিয়ন দলের মধ্যে ৪২ ইঞ্চি কালার টিভি ও ট্রফি এবং রানারআপ দলের মধ্যে ৩২ ইঞ্চি কালার টিভি ও ট্রফি বিতরন করেন।
এ বছরের আগস্ট মাসের মাঝামাঝি সময় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন এর সার্বিক সহযোগীতায় সিকদারমল্লিক ইউনিয়ন আওয়ামী লীগ ১৬ দলীয় এ ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন করে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি