কিংবদন্তি ফুটবলার দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন এবং তার ক্রীড়া নৈপুণ্য ফুটবল খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে এক শোকবার্তায়মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী এই ফুটবল মহানায়কের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন ম্যারাডোনা ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি