নিউজিল্যান্ড সফরে গিয়ে করোনায় কাবু পাকিস্তান দল। একের পর এক অবিবেচকের মতো কাজ করে করোনায় আক্রান্ত হতে থাকেন পাকিস্তানের ক্রিকেটাররা। প্রথম দফায় ছয়জন করোনা পজিটিভ হওয়ার পর আরও ৪ জনের শরীরে পাওয়া যায় করোনাভাইরাসের উপস্থিতি।
মাঠে নামার আগেই জর্জরিত পুরো দল। তবে শেষ পর্যন্ত সুখবর পেয়েছে পাকিস্তান। পঞ্চম এবং শেষ রাউন্ডের কোভিড পরীক্ষায় নেগেটিভ হয়েছেন সবাই।
যার ফলে মাঠের অনুশীলনে নামতে কোনো বাধা নেই তাদের। তবে অনুশীলনের আগে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে পাকিস্তানকে। এটি পেয়ে গেলে ক্রাইস্টচার্চের আইসোলেশন সেন্টার থেকে বেরিয়ে কুইন্সটাউনে অনুশীলন শুরু করবে তারা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি