সাকিব আল হাসানের অনুপস্থিতি সত্বেও আগামীকাল বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে জ্বলে উঠতে মরিয়া জেমকন খুলনা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু হবে (১৮ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে। দেশের নতুন স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস স্টেডিয়াম থেকে সরাসরি ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।
প্রথম কোয়ালিফাইয়ারে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে ওঠে খুলনা। ঐ ম্যাচের পরই শ্বশুর অসুস্থ থাকায় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন সাকিব। তবে সাকিব যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই তার শ্বশুর মারা যান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি