মেসি-রোনাল্ডোকে হারিয়ে ফিফা বর্ষসেরা ফুটবলার হলেন রবার্ট লেওয়ানডোস্কি। ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন তিনি।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
এবার ফুটবলের দুই মহাতারকাকে ছাপিয়ে সেরার দৌড়ে এগিয়ে গেছেন লেওয়ানডোস্কি।
দুর্দান্ত ২০২০ সাল কাটানো পোলিশ তারকাকেই পুরস্কারটির যোগ্য দাবিদার মনে করছেন ফুটবলবোদ্ধারা। সোনায় মোড়ানো একটি বছর কাটিয়েছেন লেওয়ানডোস্কি।
বায়ার্নের হয়ে লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও জার্মান কাপের ত্রিমুকুট জিতেছেন।
গত মৌসুমে সব প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল ছিল তার। সব মিলিয়ে করেছেন ৫৫ গোল। সে তুলনায় মেসি ও রোনাল্ডোর বছরটা অনুজ্জ্বলই গেছে। রোনাল্ডো তবু জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জিতেছেন, মেসি কিছুই জেতেননি গত মৌসুমে।
২০১৯-২০ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্যারিয়ারে প্রথমবার ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ হলেন বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড।
বর্ষসেরা হয়ে তার ভেরিফাইড ফেসবুক পেইজে লেভানদোস্কি লেখেন, ‘এই পুরস্কারের জন্য অসংখ্য ধন্যবাদ। আজ রাতে এই পুরস্কার হাতে নিতে পারাটা খুবই সম্মানের।’
নিউজ ডেস্ক/বিজয় টিভি